একদিন যে গ্রাম উৎসব-পরবের গান আর মাদলের দ্রিমি দ্রিমি শব্দে মেতে থাকত সেখানে আজ শ্মশানের কান্না। উন্নয়নের নামে এ পৃথিবীর জল-হাওয়া-বাতাস নিয়ে যে ভাবে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে আর তার ফলে যে ভয়াবহ বাণিজ্যিক দূষণ তৈরী হচ্ছে তার অভিশাপ বহন করতে হবে হয়ত আগামী প্রজন্মকেও। কলকাতার ‘কালপ্রতিমা’ নাট্য সংস্থার প্রযোজনায় নাটক ‘নব্য প্রস্তর যুগ’। এ নাটকের গল্পটি লিখেছেন দেবাশীষ দণ্ড। নাট্যরূপ ও পরিচালনা করেছেন শ্রীমতি শ্রাবণী সেনগুপ্ত। আজ থেকে বেশ কয়েক বছর আগের প্রযোজনা হলেও এ নাটকের আবেদন আজও সমান ভাবে প্রাসঙ্গিক।

নাটকটি সম্পূর্ণ দেখতে পারেন এখান থেকে …