২০১৫ সালে ‘অহর্নিশ’ আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্ট গ্রন্থ সম্পাদক, শিল্প সমালোচক শ্রী শমীক বন্দ্যোপাধ্যায় আলোচনা করেছিলেন ‘ব্যঙ্গচিত্রশিল্পী, শিল্পী আর আমরা’ এই বিষয়ে। সেদিন ছিল কৌশিক মজুমদারের গবেষণামূলক বই ‘কমিকসের ইতিবৃত্ত’-র উদ্বোধনী অনুষ্ঠান। আলোচনার মূল বিষয় নিয়ে তো বটেই, শমীক বাবুর আলোচনায় সেদিন উঠে এসেছিল বিভিন্ন আর্থ-সামাজিক প্রেক্ষাপটে শিল্পী, প্রকাশনা জগতের আন্তঃসম্পর্ক নিয়ে নানা কথাও। বাংলামুভিজের এ পর্বে রইল সেদিনের সেই আলোচনার ভিডিও রেকর্ডিং।