সত্যজিৎ রায়ের ফেলুদাকে নিয়ে বাংলা সাহিত্য আর বিনোদন জগৎ এখনও তোলপাড়। সত্যজিৎ রায় ফেলুদাকে নিয়ে দুটো জমজমাট সিনেমা করেছিলেন তো বটেই, পরবর্তীকালে তাঁর সুযোগ্য পুত্র সন্দীপ রায়ের হাত ধরেও ছোট – বড় পর্দায় অনেকবারই ফিরে এসেছে ফেলুদা কাহিনী। কিছুদিন পরে একদিকে যেমন বড়পর্দায় আসছে সন্দীপ রায়ের ছবি ‘হত্যাপুরী’, তেমনই ওটিটি র জন্য আসছে অরিন্দম শীলের পরিচালনায় ‘গ্যাংটকে গন্ডগোল’ আর সৃজিত মুখোপাধ্যায়-এর ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ । সৃজিত ওটিটি প্ল্যাটফর্মের জন্যে ‘দার্জিলিং জমজমাট’ আর ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ (সম্প্রচারিত হয়নি) ইতিমধ্যে বানিয়ে ফেললেও তাঁর ফেলু-যাত্রা শুরু করেছিলেন ‘ছিন্নমস্তার অভিশাপ’ দিয়ে। সত্যজিৎ রায়ের ‘ছিন্নমস্তার অভিশাপ’-এরই কিছু অন্য গল্প আমরা জানতে পারব বাংলামুভিজের দুটি বিশেষ প্রতিবেদনে।

রহস্য রোমাঞ্চ – মগজাস্ত্রের খেলায় ফেলুদার অন্যতম সেরা এডভেঞ্চার কাহিনী ‘ছিন্নমস্তার অভিশাপ’।কিন্তু এ কাহিনী যখন প্রথম পত্রিকার পাতায় প্রকাশিত হয়, সেখানে ঘটেছিল এক উল্লেখযোগ্য ব্যতিক্রম। সত্যজিৎ রায় এই প্রথম তাঁর ফেলুদা গল্পের জন্য ছবি আঁকতে পারলেন না। কেন পারলেন না ?
জানতে হলে দেখুন …. ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর অন্য গল্প । পর্ব ১

‘সোনার কেল্লা’ আর ‘জয় বাবা ফেলুনাথ’ -এর পর কোন ফেলুদা ফিল্ম করতে হলে, সত্যজিৎ রায়ের প্রথম পছন্দই ছিল ‘ছিন্নমস্তার অভিশাপ’। এই ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর ওপরেও ছিল তাঁর সবিশেষ দুর্বলতা । কেন ? কী সেই রহস্য ?
জানতে হলে দেখুন …. ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর অন্য গল্প । পর্ব ২