বাংলা পত্রিকা জগতে ‘অহর্নিশ’, ‘বিষয় কার্টুন’ আর ‘কমিক্স ও গ্রাফিক্স’ তাদের বিষয়বৈচিত্র্য ও স্বকীয়তায় উজ্জ্বল। ২০১৬ সালের ১৬ এপ্রিল কলকাতার জীবনানন্দ সভাঘরে ‘অহর্নিশ’ পত্রিকা আয়োজন করেছিল ‘বিষয় কার্টুন’ আর ‘কমিক্স ও গ্রাফিক্স’ পত্রিকার দুটি সংখ্যার উদ্বোধন ও আলোচনাসভার। প্রকাশিত হয়েছিল ‘বিষয় কার্টুন’ -এর বিনয় বসু সংখ্যা আর ‘কমিক্স ও গ্রাফিক্স’-এর দ্বিতীয় সংখ্যা। বাংলামুভিজ ডট ইন-এর আর্কাইভ থেকে গল্পে-কথায়-আলোচনায় সেদিনের সেই উপভোগ্য আনন্দসন্ধ্যা। প্রথম পর্বে ‘অহর্নিশ’ পত্রিকার সম্পাদক শুভাশিস চক্রবর্তী জানালেন পত্রিকা ও অনুষ্ঠানের বিষয়ে। দ্বিতীয় পর্বে প্রকাশক ও গবেষক শান্তনু ঘোষ জানালেন এই উদ্যোগের নেপথ্যকথা। তৃতীয় পর্বে গীতিকার, সুরকার, গায়ক ও একনিষ্ঠ কমিক্স প্রেমী অনুপম রায় জানালেন তাঁর ভাল লাগার কথা। চতুর্থ পর্বে বিশিষ্ট শিল্পী অভিজিৎ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দৃশ্যের সঙ্গে রয়েছে কমিক্স ও অভিজিৎ চট্টোপাধ্যায় বিষয়ে আরেক স্বনামধন্য শিল্পী দেবাশীষ দেবের কথা। বিশিষ্ট সম্পাদক বিশ্বদেব গঙ্গোপাধ্যায়কে নিয়ে বলেছেন আরেক কার্টুনিস্ট ঋতুপর্ণ বসু পঞ্চম পর্বে। সংবর্ধনা পর্বের কিছু দৃশ্যচিত্রের সঙ্গে রয়েছে একান্তই তাঁর নিজের কিছু কথা। ষষ্ঠ তথা শেষ পর্বে বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক ও গবেষক কৌশিক মজুমদার এক উপভোগ্য দৃশ্যশ্রাব্য আলোচনা করেছেন ‘মজার অলংকরণের চার দিকপাল’ সুধীর মৈত্র, রেবতী ভূষণ, শৈল চক্রবর্তী, শিবরাম দত্তাত্রেয় ফাড়নিস্ কে নিয়ে।
‘কমিক্স ও গ্রাফিক্স’ পত্রিকার দ্বিতীয় সংখ্যার উদ্বোধন অনুষ্ঠান
