বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর আয়োজনে আর বাংলাদেশ উপ হাই কমিশনের সার্বিক তত্ত্বাবধানে কলকাতায় আগামী ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পাঁচদিন ধরে শুরু হতে চলেছে ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ ।
এবারের বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে মোট ৩৭ টি পূর্ণদৈর্ঘ্যের কাহিনীচিত্র ও তথ্যচিত্র দেখা যাবে। কলকাতায় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস জানান, আগামী ২৯ অক্টোবর শনিবার কলকাতার রবীন্দ্র সদনে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব -এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব হাসান মাহমুদ। থাকবেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার গৌতম ঘোষ। উদ্বোধন মঞ্চে থাকার কথা অভিনেতা চঞ্চল চৌধুরী আর অভিনেত্রী জয়া আহসান -এরও।
পাঁচদিনের এই উৎসবে বাংলাদেশের সাম্প্রতিককালে সাড়া জাগানো বেশ কিছু ছবি দেখানো হবে, যা নিয়ে এপার বাংলার মানুষজনেরও আগ্রহ রয়েছে। থাকছে ‘হাওয়া’ , ‘চিরঞ্জীবী মুজিব’ , ‘হাসিনা – এ ডটার্স টেল’, ‘পাপ পুণ্য’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘হৃদিতা’, ‘কালবেলা’, ‘গণ্ডি’, ‘বিশ্বসুন্দরী’, ‘বিউটি সার্কাস’ -এর মত ছবি।