অনুপম রায় তো শুধু সংগীতশিল্পীই নন, উনি একজন গীতিকার – সুরকারও। এমনকি টলিউডের বাইরে গিয়ে বলিউডি মেনস্ট্রিম ছবিতেও অত্যন্ত সাফল্যের সঙ্গে সামলেছেন সংগীত পরিচালনার গুরুদায়িত্ব। তা এ হেন্ বাবু অনুপম রায়ের আরেকটি দিক এখনও বহু মানুষের কাছে অজানা। ছোটবেলা থেকেই কমিকসের অসম্ভব ভক্ত অনুপম রায় বাংলাভাষাতেই লিখে ফেলেছিলেন এক অন্য ধরণের গ্রাফিক নভেল। এই সময়ের প্রেক্ষাপটে নির্মাণ করেছিলেন এক নতুন চরিত্র এন্টনি। সঙ্গে ছবি এঁকেছিলেন তরুণ শিল্পী সম্বুদ্ধ বিশী। বাংলা খবরের কাগজ সংবাদ প্রতিদিন-এর ‘রোববার’ ক্রোড়পত্রে ধারাবাহিক ভাবে প্রকাশিত হওয়ার পর তা বই হিসেবেও প্রকাশ পায় কলকাতার দীপ প্রকাশন থেকে।
২০১৫ সালের ১০ এপ্রিল কলকাতার বাংলা আকাদেমি অডিটোরিয়ামে ‘এন্টনি ও চন্দ্রবিন্দু’-র বই প্রকাশ অনুষ্ঠানে অনুপম রায়, সম্বুদ্ধ বিশী তো ছিলেন বটেই, সঙ্গে ছিলেন ‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের অনিন্দ্য চট্টোপাধ্যায়-উপল সেনগুপ্ত, শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, শিল্পী সুযোগ বন্দ্যোপাধ্যায় এবং প্রবাদপ্রতিম শিল্পী (এবং অনালোচিত সাহিত্যিক-ও বটে) শ্রদ্ধেয় নারায়ণ দেবনাথ। সেদিনের বই প্রকাশ অনুষ্ঠানের বেশ কিছু স্মরণীয় ঐতিহাসিক মুহূর্ত ধরা রইল ‘বাংলামুভিজ’-এর পাতায়।

অনুপম রায় – সম্বুদ্ধ বিশী
অনিন্দ্য চট্টোপাধ্যায় – উপল সেনগুপ্ত
সুব্রত গঙ্গোপাধ্যায়
নারায়ণ দেবনাথ
সুযোগ বন্দ্যোপাধ্যায়