Latest News

জাহ্নবী : নদী আর নারীর সমান্তরাল যাত্রাপথের পাঁচালী || Jahnabi The Film : Eternal saga of river and womanকঠিন অসুখ কঠিন সময়ের মুখোমুখি আজ আমরা। পরিবর্তিত আর্থ-সামাজিক প্রেক্ষাপট একদিকে যেমন দ্রুত বদলে দিচ্ছে আমাদের আগ্রাসী মনোভাব, ঠিক তেমনি বদল আনছে আমাদের চিরাচরিত মূল্যবোধের ধারণায়।
পুরোন দিনের ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যাবে যুগ যুগ ধরে বয়ে চলা নদীকে কেন্দ্র করেই এক সময়ে শুরু হয় 'নদীমাতৃক' মানবসভ্যতার বিকাশ। ঠিক তেমনি একজন নারী - সে কন্যা, জায়া, জননী, যে রূপেই হোক না কেন - এখনও এই সমাজের যা কিছু অন্যায়, যা কিছু বঞ্চনা সবকিছুকে বয়ে নিয়ে চলেছে তার স্নেহ প্রেম ভালবাসা আত্মত্যাগের জোয়ারে। নগরসভ্যতার আগ্রাসন একদিকে যেমন নদীকে করছে দূষিত, তেমনই ক্রমবর্ধমান হিংসা রিরংসা কলুষিত করছে নারীসম্মান। নদী আর নারী - তাদের এই সমান্তরাল যাত্রাপথের কাহিনী 'জাহ্নবী - দ্য ফিল্ম'। তবে এ ছবি শুধুমাত্র 'জাহ্নবী' নামে একটি মেয়ের গল্প নয়, এ যেন সব  মেয়েরই সুখ দুঃখের বারোমাস্যা। আবার 'জাহ্নবী' একটি নদীর নাম বা অনেক নদীরও নাম বটে। 


এ ছবির পরিচালক (এবং প্রযোজকও বটে) অনির্বাণ দত্ত পেশাগত এবং নেশাগত ভাবে হেঁটে দেখতে শেখা এবং হাঁটিয়ে দেখাতে শেখান একজন মানুষ। শহরের অনেক ছোটখাট সুখ দুঃখ মান অভিমানকে অনুভব করার জন্য রয়েছে তাঁর এক গভীর সংবেদনশীল মন। ফটোগ্রাফিতে দীর্ঘদিনের উৎসাহ বা বেশ কয়েক বছর তথ্যচিত্র নির্মাণের সহায়ক হিসেবে প্রত্যক্ষ অভিজ্ঞতার পর চলচ্চিত্র পরিচালক হিসেবে 'জাহ্নবী - দ্য ফিল্ম' অনির্বাণের প্রথম প্রচেষ্টা। আগামী ২২ ডিসেম্বর শনিবার কলকাতার আই সি সি আর-এ প্রথম প্রদর্শন হলেও আগামী বছরের গোড়ার থেকেই এ ছবি সামিল হবে দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে।
নারীর মন, তার নৈঃশব্দ, আকাঙ্ক্ষা, পাওয়া- না পাওয়া যেমন স্পর্শ করে থাকে প্রবহমান নদীধারাকে আবহমান কাল ধরে, তেমনই এ ছবির অনুভব ছড়িয়ে পড়ুক প্রকৃত  সিনেমাপ্রেমী মানুষজনের মননে।
অভিনন্দন আর আরও অনেক দূর এগিয়ে চলার জন্য রইল অনেক শুভেচ্ছা।  

No comments:

Post a Comment

banglamovies

Bangla Movies - Latest Bengali Movies | Entertainment Designed by Templateism.com Copyright © 2014

Theme images by Jason Morrow. Powered by Blogger.
Published By Pegasus consultancy Services | Trending YouTube Videos